Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মামলার আবেদন

গ্রাম আদালতে মামলার আবেদন পত্রে কি কি

তথ্যদি দিতে হবে? নিম্নে তার বিবরণঃ

১। আবেদন পত্রটি লিখিতভাবে দাখিল করতে হবে।
২। যে ইউনিয়ন পরিষদের নিকট আবেদন করা হবে সে ইউনিয়ন পরিষদের নাম ঠিকানা থাকতে হবে।
৩। আবেদনকারী এবং প্রতিবাদীর নাম,ঠিকানা ও পরিচয় থাকতে হবে।
৪। সাক্ষী থাকলে সাক্ষীর নাম,ঠিকানা ও পরিচয় থাকতে হবে।
৫। ঘটনা,ঘটনা উদ্ভবের কারণ,ঘটনার সথান ও ইউনিয়ননের নাম,সময়,তারিখ থাকতে হবে।
৬। নালিশ বা দাবির ধরন,মূল্যমান থাকতে হবে।
৭। ক্ষতির পরিমাণ,প্রার্থিত প্রতিকার থাকতে হবে।
৮। পক্ষদ্বয়ের সম্পর্ক উল্লেখ থাকতে হবে।
৯। সাক্ষীদের ভূমিকা থাকতে হবে।
১০। মামলা বিলম্বে দায়ের করা হলে তার কারণ উল্লেখ থাকতে হবে।
১১। আবেদকারীর সাক্ষর থাকতে হবে।
১২। মামলা দায়েরের তারিখ থাকতে হবে। (ধারা ৩)

 

নমুনা কপিঃ

 

বরাবর,

চেয়ারম্যান,

০৬ নং রাঘবদাইড় ইউনিয়ন পরিষদ,

মাগুরা সদর, মাগুরা।

 

বিষয়ঃ ন্যায় বিচারের জন্য আবেদন।

                                                                                                             

 

১ম পক্ষঃ

১। শেখ ছামসুদ্দিন আহমেদ,

পিতা- মৃত শেখ আহাদ আলী

গ্রাম- দোড়ামথনা,

ডাকঘর-হাজরাপুর,

উপজেলা-মাগুরা সদর,

জেলা-মাগুরা।

 

২য় পক্ষঃ                                                             

১। ইসরাইল মন্ডল,                           

পিতা-মৃত খোদবক্স মন্ডল

২। ফিরোজ মন্ডল

পিতাঃ- ইসরাইল মন্ডল,                 

           উভয় গ্রাম-বামনপুর,

           ডাকঘর-রাউড়াড়া

উপজেলা-মাগুরা সদর,

জেলা-মাগুরা।

 

১ম পক্ষের নালিশের বিবরণ এই যে, ১ম পক্ষ একজন সহজ সরল ও শান্তী প্রিয় লোক হইতেছে। পক্ষান্তেরে ২য় পক্ষ দূরদান্ত

দাঙ্গাবাজ পর সম্পদ আত্মসাতকারী।নিম্নের তফসীল বর্ণিত জমা-জমি নিজ নামীয় সত্ত্ব হইতেছে। হাল জরিপ কাজ চলা

কালে ২য় পক্ষদয় গোপনে ও চতুরতার  মাধ্যমে আমার অজানন্ত অর্থে বিনিময়ে

উক্ত জমা জমি রেকর্ড করিয়াছে। তাদের কোন কাগজ পত্র নাই।

 

এ কারণ জনাব সমীপে আকুল আবেদন উক্ত জমা জমি সঠিক কাগজ পত্র পর্যালোচনা করিয়া

বিহীত ব্যবস্থা গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাইতেছি।

 

তপসীলঃ-

মৌজা নং

খতিয়ান নং

দাগ নং

এস এ

আর এস নং

জমির পরিমাণ

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

                                                                     

                                                                                                            বিনীত নিবেদক