Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খাল ও নদী

৬ নং রাঘবদাইড় ইউনিয়নে একটি খাল ও একটি নদী আছে। খালটি পদ্ম বিল হতে পাকাকাঞ্চনপুর-এর মধ্যে দিয়ে অতিবাহিত হয়ে দক্ষিণ মির্জাপুর-এর কোল ঘেষে পাটকেলবাড়ির পাশ দিয়ে মাঝাইল ও শ্রীফলতলা এই দুই গ্রামের মাঝ দিয়ে বেরইল-এর বিশাল বড় বিল পার হয়ে সাংদা লক্ষীপুর ফটকি নদীর সাথে মিলিত হয়েছে। নদী ও খাল থেকে আমাদের ইউনিয়নের অধিকাংশ  লোকজন মাছ ধরে এবং খাল পাড়ে বিভিন্ন ধরনের সবজি ও অন্যান্য চাষাবাদ করে গ্রাম্য বাজারে বিক্রি করে তারা তাদের সংসারের উপার্জন ক্ষমতা বাড়াতে সক্ষম। খালটি পাকা-কাঞ্চপুর হইতে সাংদা লক্ষীপুর পর্যন্ত দৈর্ঘ প্রায় ৭.০০ কি.মি.(প্রায়)। ইউনিয়নের দক্ষিণ সীমানা সাংদা লক্ষীপুর-এর মধ্য দিয়ে বয়ে গেছে ফটাকী নদী। বর্ষার সার মৌসুম জেলেরা মাছ ধরে বাজারে বিক্রি করে তাদের সাংসার চালায়।